
১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির শেষ দিনে দিনাজপুর জেলা ছাত্র দল মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখার সময় নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগানের মাধ্যমে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ১৮ দলের ডাকা টানা ১৩১ ঘন্টা হরতালের শেষ দিনে দিনাজপুর শহরের পৌরসভা রেল ঘুন্টি এলাকা থেকে ছাত্র নেতা খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গার নেতৃত্বে জেলা ছাত্র দল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরসভা রেলঘুন্টি থেকে ফুলবাড়ি বাস ষ্ট্যান্ড গণতন্ত্র মঞ্চে প্রবেশ করে। পরে ছাত্র নেতা রাঙ্গার নেতৃত্বে রেলপথ ও মহা সড়ক পৃথক দুটি গ্রুপ অবরোধ করে। অবরোধ চলাকালীন কোনো ধরনের ট্রেন ও দূর-পাল্লার যান চলাচল করেনি।