ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও অপরাজিত ক্ষুদ্র বীমা সেবা চুক্তি স্বাক্ষর

  • বার্তা কক্ষ
  • December 5, 2013
  • Comments Off on ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও অপরাজিত ক্ষুদ্র বীমা সেবা চুক্তি স্বাক্ষর

Aparajito_Delta-life_Signing_Ceremonyবীমা জগতে বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ ও অপরাজিত এনাবেলার লিমিটেড যৌথভাবে কাজ শুরু করলো।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ এ-মর্মে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই

চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে বীমা সেবা পৌঁছে দেবার জন্য প্রতিষ্ঠান দুটি

একসাথে কাজ করবে। ২ ডিসেম্বর ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ-এর বোর্ড কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে ক্ষুদ্র বীমার পথিকৃৎ ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ দেশের স্বল্পবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের বীমা সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ১৯৮৮ সালে প্রথম ক্ষুদ্র বীমা চালু করে।

অপরাজিত এনাবেলার লিঃ-এর সাথে এই চুক্তির মাধ্যমে ডেল্টা লাইফ তার লক্ষ্য অর্জনে আরও একধাপ অগ্রসর হবে বলে আশা করছে। অপরাজিত এনাবেলার লিমিটেড এর মূল লক্ষ্য ক্ষুদ্র সেবা উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যাণ করা। অপরাজিত বিশ্বাস করে মমতা, সৃজনশীলতা, সহযোগিতা, স্থানীয়ভাবে প্রাসঙ্গিক এবং ফলাফল অর্জনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা।

এ-প্রসঙ্গে অপরাজিত এনাবেলার লিমিটেড এর প্রধান কার্য নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক নীলিমা

বসু বলেন, ‘১৬ কোটি সদস্যের বাংলাদেশ আমাদের পরিবার, প্রতিটি সদস্যের মঙ্গলার্থে আমাদের এই

বীমা সেবা’। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিদ্যুত কুমার বসু বলেন ‘ অগ্রগামী বাংলাদেশের সার্বজনীন

অভিযাত্রায় আমরাও সামিল ’।

এই বীমা সেবা প্রসংগে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক

স্বপন কুমার সরকার, এফসিএ বলেন, ‘দেশের মানুষের দোরগোড়ায় বীমা সেবাকে পৌঁছে দিয়ে দিন

বদলের যে অঙ্গীকার নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, এই চুক্তির মাধ্যমে আমাদের সেই যাত্রা

আরও বেগবান হবে’।

অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, ডেল্টা লাইফের পরামর্শক আদিবা রহমান, এসিআইআই (্ইউকে),

নির্বাহী পরিচালক ডা. আশরাফ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব ও অপরাজিত

এনাবেলার লিমিটেড-এর চেয়ারম্যান বিদ্যুত কুমার বসু এবং প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা পার্থ

প্রতিম সরকার ও প্রধান কৌশল কর্মকর্তা সাইফ রহমান। (বিজ্ঞপ্তি)

এসইউ