জাতীয় পার্টির মন্ত্রীরা এখনো পদত্যাগ করে নি

national party

national partyজাতীয় পার্টির কোনো মন্ত্রী এখনো পদত্যাগ করেন নি তবে দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় করতে পারেন বলে জানিয়েছেন এ বি এম রুহুল আমীন হাওলাদার। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রুহুল আমীন বলেন, আমরা এখনো পদত্যাগপত্র দেই নি। তবে যে কোনো সময় পদত্যাগপত্র দিতে প্রস্তুত আছি।

আজ দুপুরে রওশন এরশাদ, এ বি এম রুহুল আমীন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সে সময় মন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা থাকলে পদত্যাগের গুঞ্জন তৈরি হয় বলে জানা যায়।

কিন্তু তারা বৈঠক শেষে সাংবাদিকদের কোনো কথা না বলেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে যান।

রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের বলেন, আজ আমরা তিন জন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা আমাদের দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমাদের চেয়ারম্যানকে অবহিত করতে এসেছি। তবে তিনি সাংবাদিকদের সাথে বৈঠকের আগে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।