খোকাকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে: ফখরুল

Fakhrul Islam

Fakhrul_Islam-1সরকারের নির্দেশে আইনশৃংখলা বাহিনী বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে মিথ্যা ও বানোয়াট মামলায় আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, গণতন্ত্র ও জনগণের পক্ষের শক্তি বিএনপির আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে সরকার। তাই মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে আইন শৃংখলা বাহিনীকে দিয়ে খোকাকে আটক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাদেক হোসেন খোকাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা-কর্মীদের এভাবে গ্রেপ্তার, মামলা ও নির্যাতন করে এ গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। বরং সরকারের এ নির্যাতনের জবাব দিতে সামনের আন্দোলন আরও বেগবান ও তীব্র হবে। অবিলম্বে সাদেক হোসেন খোকাসহ গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দিন, নইলে জনগণের যে বাঁধভাঙা আন্দোলন শুরু হয়েছে তা আরও শক্তিশালী হয়ে আপনাদের পতন তরান্বিত করবে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার স্বপ্ন জনগণ কোনোদিনই মেনে নেবে না।

এমআর/