খোকাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব

সাদেত হোসেন খোকা

khokaবিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‍্যাব)।
এর আগে বুধবার রাত ১০ টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করেছিল র‍্যাব।এরপর তাকে দীর্ঘ ১৪ ঘন্টা  ‌র‍্যাব কার্যালয়ে হেফাজতে রাখার পর আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে র‍্যাব।
র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করে জানান, খোকার বিরুদ্ধে অবরোধে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমআর/