‌কোরিয়ার সাথে হুয়াইয়ের চুক্তি, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

huawei_logoদক্ষিণ কোরিয়ার ব্রডব্যন্ড নেটওয়ার্কের উন্নয়নে চিনের টেলিকম নেটওয়ার্ক নির্মাতা প্রতিষ্ঠান হুওয়াই কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। খবর বিবিসি অনলাইন।

এ চুক্তি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সম্প্রতি ওবামা প্রশাসনকে দু’জন মার্কিন সিনেটর লিখিতভাবে জানিয়েছেন।

চিনের সরকার এবং স্বশস্ত্র বাহিনীর সাথে সম্পৃক্ততা থাকায় কোম্পানির এ চুক্তি ওয়াশিংটনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্ন্তি চিনের মালিকানাধীন হাওয়াই কোম্পানি যুক্তরাষ্ট্রের এমন আশংকার কোন কারণ নেই বলে জানিয়েছে।

চিনের পিপলস লিবারেশন আর্মির সাবেক সদস্য রেন জেনজফাই হুওয়াই কোম্পানির প্রতিষ্ঠাতা হওয়ায় এই চুক্তি যুক্তরাষ্ট্রের উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়ছে। এমন অভিযোগের উত্তরে হাওয়াই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানির মালিকানার ৯৮.৬ শতাংশ শেয়ার কর্মচারীদের, সুতরাং উদ্বেগ-আশংকার কিছু নেই।

এস আর