‘সর্বোচ্চ’ সংখ্যক দলের অংশগ্রহণ দেখতে চায় ভারত

sujatha-singhafp.jpg_8796.sujatha-singhafpদেশের আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ‘সর্বোচ্চ’ সংখ্যক দলের অংশগ্রহণ দেখতে চায় ভারত। এর মধ্যে দিয়ে দেশটি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ফলাফলও প্রত্যাশা করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিং।

 

আর এব্যাপারে ভারত সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বুধবার ঢাকায় নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর রাতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

চলমান অবস্থা এবং অনিশ্চয়তা নিয়ে তিনি বলেন, “কী হবে, তা নির্ধারণ করবে এদেশের জনগণ। আমরা চাইব, এমন একটি নির্বাচন হবে, যেখানে জনগণ তাদের মতামতের প্রতিফলন স্বাধীনভাবে ঘটাতে পারবে।”

উল্লেখ্য, পররাষ্ট্র সচিব হিসেবে গত ১ আগস্ট দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।