বিকেলে আ.লীগের কার্যনিবাহী কমিটির বৈঠক

Awamileague

14 party১৮ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৮ দলীয় জোটের অবরোধ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কারণে এই বৈঠক ডাকা হয়েছে। গতকাল  রাতে এই বৈঠক ডাকার আগে গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই সময় বৈঠকে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।