দিনাজপুরে ১৮ দলের অবরোধ কর্মসূচির ৬ষ্ঠ দিনে দিনাজপুর জেলা ছাত্রদল রেল পথ অবরোধ করে রাখে ও লাইনের ওপরেই সরকার-বিরোধী স্লোগানে বিক্ষোভ মিছিল করে।
বুধবার বেলা সাড়ে ১২টার সময় শহরের শেখপুরা রেলঘুন্টি এলাকা থেকে জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির নেতা খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গার নেতৃত্বে রেল লাইনের ওপর দিয়ে দিনাজপুর জেলা ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী বাসস্ট্যান্ড গণতন্ত্র মঞ্চের পাশ দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্র দলের নেতাকর্মীরা রেলপথ অবরোধ করে রাখে। দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছাত্র দলের রেলপথ অবরোধের কারণে রেল কর্তৃপক্ষ ট্রেনটি ছাড়েনি। এ পরিস্থিতিতে দিনাজপুরে কোনো প্রকার ট্রেন চলাচল করেনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বকুল, আব্দুস সালাম, বাপ্পা প্রমুখ। পরে ছাত্র দলের নেতাকর্মীরা দিনাজপুর ফুলবাড়ী বাস স্ট্যান্ডস্থ গণতন্ত্র মঞ্চে অংশ গ্রহণ করেন।
এআর