ট্রেনের বগি লাইনচ্যুত: নিহত ৫

chittagong train
ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেসন এলাকায় পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছেন ৪০ জনের বেশি।ঘটনার সাথে জড়িত সন্দেহে দু্‌ইজনকে আটক করা হয়েছে

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গাইবান্ধার বুরঙ্গী এলাকায় দুবৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে।এতে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বোনারপাড়া রেলস্টেশন মাস্টার প্রসেন কুমার মণ্ডল জানান,  দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এত তিনজন নিহত ও ৪০ জনেরও যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর থেকে সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার পরপরেই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালায়।