
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা প্রদানে অবহেলা ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ও সুশীল সমাজ ।
বুধবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব থেকে বিভিন্ন গণ মাধ্যমের কর্মী ও সমাজকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল চত্বরে জড়ো হয়। পরে সেখানে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ কর্মসূচি শেষে শহরে সমবায় মার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সৈয়দ মেরাজুল হোসেন,আখতার হোসেন রাজা,লুৎফর রহমান মিঠু,আব্দুল লতিফ প্রমুখ।
পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে স্বারক লিপি দেন আন্দোলন কারীরা।
এসইউ