
গলায় মাছের কাঁটা আটকে গেলে কেমন লাগে তা কেবল ভুক্তভুগীরাই বলতে পারবেন। কাঁটার যন্ত্রণা থেকে রক্ষা পেতে আসুন জেনে নেই গলা থেকে কাঁটা খোলার সহজ উপায় –
অর্ধেকটা বা পুরো একটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন। দেখবেন কাঁটা নরম হয়ে নেমে আসছে । এছাড়াও শুকনো মুড়ি বা সাদা ভাত খেলেও মাছের কাঁটা নেমে যায়।