
ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের সাথে সাক্ষাৎ করতে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এসে পৌঁছেছেন। বুধবার বিকেল ৪টায় রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এসে পৌঁছান তিনি।
এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা এরশাদের সিদ্ধান্তের অপেক্ষায় ও তার জরুরি তলবের কারণে দুপুর থেকেই এরশাদের বারিধারার বাসভবনের সামনে জড়ো হয়েছেন।
জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের একটাই দাবি হাসিনার অধীনে নির্বাচনে সব দলের অংশগ্রহন নিশ্চিত না হলেও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে দলের সভাপতির নেওয়া নির্বাচনে না যাওয়ার স্বিদ্ধান্তে তারাও আটল থাকবেন।
এমআর