
১৮ দলের ডাকা অবরোধের চতুর্থ দিনে কুড়িগ্রামে ৪ পিকেটারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় পিকেটিংয়ের সময় ১ বিএনপি কর্মী ও ১ জামায়াত নেতাকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউপি জামায়াত নেতা আব্দুল আলীম এবং বিএনপি কর্মী মোস্তফা।
অন্যদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহরে পিকেটিংয়ের সময় বিএনপি কর্মী মমিনুল ইসলাম ও জামায়াত কর্মী আতাউর রহমানকে আটক করে পুলিশ।
অবরোধে জেলা ও উপজেলা শহরের গুরুত্বপুর্ণ এলাকা গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। রিক্সা ও মটরবাইক ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এসইউ