রাজনৈতিক কর্মসূচীর নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানবন্ধন

bangabandhu_sanokritik_jotআ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের গাড়ি বহরে ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে তারা জানান, অবরোধ-হরতালের মতো রাজনৈতিক কর্মসূচীর নামে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, ভাঙচুর ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে তাদের এ মানববন্ধনের আয়োজন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দলের হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক ও সহিংস কর্মসূচী দেয়া অত্যন্ত নিন্দনীয়। এতে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার দায় একমাত্র বিরোধী দলের।

মানবন্ধনে এসব সহিংস কর্মসূচী প্রত্যাহার করে সাধারণ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলা হয়, মানুষ এখন পথে বের হতে ভয় পায়, তাদের জানমালের কোনো নিরাপত্তা নেই।

আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার ।

মানব বন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক শাহজাহান আলম সাজু, আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আব্দুল হাই কানু, বন্যা দত্ত প্রমুখ।

জেইউ/