রংপুরে বিএনপি কার্যালয় অবরুদ্ধ ১২ নেতাকর্মী আটক

Rangpur_131_strike_wednesdayগ্রান্ড হোটেল মোড় পুলিশী বেষ্টনিতে অবরুদ্ধ হয়ে আছে রংপুর জেলা বিএনপির কার্যালয়। র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি’র সদস্যরা রয়েছে কড়া মহড়ায়। নাশকতার আশঙ্কায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে অবরোধ চলাকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নাম জানাতে পারেনি পুলিশ।

এদিকে রংপুরে আঠারো দলীয় জোটের ১৩১ ঘন্টার টানা অবরোধের চতুর্থ দিন শান্তিুপূর্ণভাবে পালিত হচ্ছে। সকাল থেকেই জোটের নেতাকর্মীরা নগরীর প্রবেশদ্বার মডার্ণ মোড়ে অবস্থান নিয়ে দূরপাল্লার বাস-ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ করে দেয়।

সেখানে জোটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের নেতৃত্বে বিএনপি-জামায়াতসহ আঠারো দলীয় জোটের শরীক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাশকতা ঠেকাতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি টহল অব্যাহত রয়েছে।

অন্যদিকে সারাদেশে জোটের নেতাকর্মীদের উপর পুলিশী হামলা, মামলা, নির্যাতন, হয়রানির প্রতিবাদ ও বাকশাল কায়েমের মধ্য দিয়ে বর্তমান সরকারের একদলীয় নির্বাচন প্রতিরোধ করার দাবিতে বিএনপির দলীয় কার্যালয়ে  জোটের নেতাকর্মীরা জড়ো হলে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধার মুখে তা বের করা সম্ভব হয়নি। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামসুজ্জামান সামু জানান, পুলিশ তাদের কার্যালয়ের আশপাশ ঘিরে রেখে তাদের অবরুদ্ধ করেছে। যাতে কেউ মিছিল করতে না পারে। এসময় সেখানে নেতাকর্মীদের ব্যাপক তল্লাশী করা হয়।

 

 

 

সহকারী সিনিয়র পুলিশ সুপার হুমায়ন কবীর জানান, নাশকতা ঠেকাতে পুলিশের সব ধরণের প্রস্তুতি রয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না।