
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি এলাকার থেকে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৭৮ হাজার টাকা ও ৫০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর র্যাব-৮ অভিযান চালিয়ে মাদারীপুরের মস্তফাপুর চাপাতলি এলাকা থেকে ৭৮ হাজার টাকা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। উদ্ধার করা টাকা ও ফেনসিডিলসহ আসামীকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় মামলা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুভাষ কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র্যাব-৮ অভিযান চালিয়ে নগদ টাকা, ফেনসিডিলসহ একজনকে আটক করেছে। এসময় সদর থানার পুলিশও উপস্থিত ছিলো। এ ব্যাপারে মামলা হয়েছে।
এসইউ