
১৮ দলীয় জোটের ডাকা টানা ৬ দিনের অবরোধ কর্মসূচীর চতুর্থ দিনে ভৈরবের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে অবরোধকারীরা। সকাল ৯টার দিকে আইস কোং মোড় থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে পৌর মেয়র হাজী শাহীনের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল গাছতলাঘাট বাজার হয়ে ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ওঠতে চাইলে পূবালী ব্যাংক এলাকায় পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এসইউ