
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনের ধরণ পাল্টানোর আহ্বান জানিয়ে মিছিল করেছেন গুলশান-বনানী এলাকার দিনমজুরেরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে দিনমজুরদের একটি মিছিল বেগম খালেদা জিয়ার বাসভবনের দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়।
দিনমজুরদের প্রতিনিধি কাশেম জানান, বেগম জিয়াকে দেওয়ার জন্য তারা একটি স্মারকলিপি লিখেছিলেন। কিন্তু স্মারকলিপিটি নিয়ে বেগম জিয়ার বাসভবনে তাদের ঢুকতে দেওয়া হয় নি। তাদের মিছিলটি গুলশান ২ নম্বর এলাকা পার হওয়ার পর পুলিশ তাদের আটকে দেয়। পরে স্মারকলিপি নিয়ে শ্রমজীবীদের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার বাসভবনে যায়।
শ্রমজীবীদের প্রতিনিধিদলে থাকা ফাহমিদা জানান, পুলিশ তাদের বাসায় ঢুকতে দেয় নি এবং তাদের স্মারকলিপিও গ্রহণ করা হয় নি।
প্রসঙ্গত, একই দাবিতে সোমবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের দেওয়া অবরোধ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ট্রাকচালকদেরকেও তাদের দাবি নিয়ে বেগম জিয়ার কাছে যেতে দেয় নি পুলিশ।
এমআর/এএস