ঢাকা বিভাগীয় কমিশনার বদলি, খুলনায় জেলা প্রশাসক নিয়োগ

বাংলাদেশ লোগো

bangladesh_logoঢাকা বিভাগীয় কমিশনার এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে  বদলি করা হয়েছে। সেই সাথে খুলনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে গাফিলতির জন্য ঢাকা বিভাগীয় কমিশনারকে বদলি নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশে ঢাকা বিভাগের নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয় সাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিল্লার রহমানকে।সাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয় এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে।

আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আনিছ মাহমুদকে খুলনা জেলা প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সরানোর ব্যবস্থা নিতে না পারায় ঢাকা বিভাগীয় কমিশনারকে বদলীর আদেশ দেয় নির্বাচন কমিশন।আর সীমানা নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে পালন না করায় বদলী করা হয় খুলনার জেলা প্রশাসক মেজবা উদ্দিনকে।