
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘন্টায় লেনদেন হয়েছে এক’শ কোটি টাকার বেশি। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৯৮ লাখ টাকা। এ সময় পর্যন্ত উভয় পুঁজিবাজারে সব ধরনের সূচকেই ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৮৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৭ পয়েন্টে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৯০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। মোট লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৬ টির কমেছে ১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২২৩ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮ টির কমেছে ১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির।
এমআরবি/