ডিএসইতে এক ঘন্টায় লেনদেন এক’শ কোটি

dse

dseমঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘন্টায় লেনদেন হয়েছে এক’শ কোটি টাকার বেশি। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৯৮ লাখ টাকা। এ সময় পর্যন্ত উভয় পুঁজিবাজারে সব ধরনের সূচকেই ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৮৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৭ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৯০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। মোট লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৬ টির কমেছে ১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২২৩ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮ টির কমেছে ১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির।

এমআরবি/