কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

Kurigram International Disable Day 03.12.13 001“বাঁধ ভাঙ্গ দুয়ার খোলো, একীভুত সমাজ গড়ো”- এ শ্লোগানে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য র্যা লি শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। সার্কিট হাউজ মিলনায়তনে জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, সিভিল সার্জন লোকমান হাকিম, সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন । সমাজ সেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠণ সমুহের উদ্যোগে আয়োজিত প্রতিবন্ধী দিবসের বিভিন্ন কর্মসুচিতে প্রতিবন্ধী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসইউ