
১৮ দলীয় জোটের ডাকা টানা অবরোধে আজ দেশের বিভিন্নস্থানে সহিংসতায় ছয়জন নিহতসহ আহত হয়েছে অনেকে। এর মধ্যে আজ চট্টগ্রাম, সাতক্ষীরা ও চাঁদপুরে শিশুসহ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।
আজ সকালে চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এতে ক্ষিপ্ত হয়ে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় মডেল থানার ওসি মাহবুব মোরশেদসহ ৪-৫ জন পুলিশ আহত হয়।
সীতাকুণ্ডে মুখোশ পরে পিকেটিংয়ের সময় পুলিশের গুলিতে রাসেল নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়।
এছাড়া আজ সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভাড়াশিমলা মোড়ে পুলিশ, বিজিবি ও র্যাবের সাথে অবরোধকারীদের সংঘর্ষে হোসেন আলী ও আরিজুল ইসলাম নামের দুই শিবির কর্মী নিহত হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও পাঁচ জন।