অবরোধ অসহযোগ আন্দোলনে রূপ নিয়েছে: নোমান

abdullah-al-noman

abdullah-al-nomanঅবরোধ এখন অসহযোগ আন্দোলনে রূপ নিয়েছে বলে দাবী করলেন বিএনপির ভাইস চেয়ারম্যন আব্দুল্লাহ আল নোমান।

মঙ্গলবার সকালে বিএনিপ নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দেওয়া সারাদেশে অবরোধ কর্মসূচি চলাকালে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি জানান।

নোমান বলেন, সারাদেশের এই অবরোধ জনগণের আন্দোলন। আন্দোলনে সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এটি এখন অসহযোগ আন্দোলনে রূপ নিয়েছে। ইতোমধ্যে দেশের সবকিছু অচল হয়ে গেছে।

যতক্ষণ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হবে ও ঘোষিত তফসিল বাতিল না হবে ততদিন পর্যন্ত এ কর্মসূচি চলবে সরকারের প্রতি এমন হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সরকার আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করে। সবার মধ্যে মৃত্যুর ভয় আছে। সে কারণে নেতারা মাঠে নেই। তবে তারা মাঠে না থাকলে আন্দোলন চলছে।

এমআর/