রাবি ভর্তি পরীক্ষা আবারও পিছিয়েছে

RU

RU_Universityরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আবারও পিছিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ শে ডিসেম্বর হতে ২৮শে ডিসেম্বর।

সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন  এ তথ্য জানিয়েছেন ।

তিনি জানান,  ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি খুব শিগগিরই জানানো হবে। প্রথম দফায় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে ৫ ডিসেম্বর  থেকে ৯ ডিসেম্বর  অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৮ দলের ডাকা হরতাল ও অবরোধের কারণে তা স্থগিত করে ২৫ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে বলে জা্নানো হয় ।

তিনি আরো জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।

আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকেও জানা যাবে ।

এসআর