
২ ডিসেম্বর ছিল নির্বাচন কমিশন ঘোষিত আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়পত্র জমা দানের শেষ দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে শেষ পর্যন্ত ৩০০ টি আসনের বিপরীতে মোট ১১২১ টি মনোনয়ন জমা পড়েছে।
কমিশন সূত্রে জানা গেছে আওয়ামী লীগ,জাতীয় পার্টি, জাসদ , ওয়ার্কাস পার্টি ও কয়েকটি আসনে বেশ কয়েকজন সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
এদিকে আটটি আসনে এক জন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, সংকট নিরসনে প্রধান দুই দলের মধ্যে এখনও সমঝোতার সুযোগ রয়েছে ।
সোমবার রাত ৯টা ২০ মিনিটে নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
সমঝোতা হলে নির্বাচনের তারিখ পেছানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সমঝোতা হলে অনেক কিছুই সম্ভব।
তিনি আরও বলেন, আমরা আশা করি দেশের মানুষের মঙ্গল, শান্তি ও গণতন্ত্র রক্ষায় দুই দলের বিজ্ঞ রাজনীতিকরা শেষ মুহূর্তে হলেও সমঝোতায় পৌঁছবেন। তারা সমঝোতায় আসলে তখন অনেক কিছুই হতে পারে।
সিইসি বলেন, শুধু আমরা নই, দেশের সব মানুষই চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু এজন্য প্রধান দুই দলের সমঝোতা দরকার। আর সমঝোতার জন্য দুই পক্ষকেই ছাড় দিতে হবে।
নির্বাচনে প্রার্থীদের আচরনবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে নির্বাচনের তফসিল স্থগিত করতে নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান।
এইচকেবি/