
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী শাখার আয়োজনে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল নারী, কমিউনিটি লিডার ও রাজনৈতিক নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সহ সভানেত্রী মোমেনা মাহফুজ এর সভাপতিত্বে দিনব্যাপি উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে ইউপি সদস্য নুরনাহারের বাড়ীতে মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখালী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান।
ইউপি সদস্য নুর নাহার, সবিতা সাহা, মো. ইউসুফ আলী মোল্যা, মধুখালী মহিলা পরিষদের সাধারন সম্পাদক জেসমিন আক্তার এ্যামি, আন্দোলন সম্পাদক মঞ্জুয়ারা সালাম, সাংগঠনিক সম্পাদক শামছুন্নাহার নিহার, তৃণমূল নারী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।