মঙ্গলবার চট্টগ্রামে আধাবেলা হরতাল

laxmipur Hortal

 Chittagong Hortalবিএনপির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর যুবদল ও ছাত্রদল হরতালের কর্মসূচি দিয়েছে। সোমবার দুপুরে মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

কাজী বেলাল জানান, চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বাসায় গিয়ে তল্লাশির নামে পরিবারবর্গকে হয়রানি করার প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচ পালন করা হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল ও ছাত্রদল যৌথভাবে এ হরতাল কর্মসূচি পালন করবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মীর নাছির, গোলাম আকবর খন্দকারসহ ছয় নেতাকর্মী অবরোধে নাশকতা চালানোর অভিযোগের মামলায় কারাগারে আছেন। আমীর খসরু, ডা. শাহাদাত হোসেনসহ সিনিয়র নেতাদের নামে দুটি করে মামলা দায়ের করা হয়েছে।

এমআর/এএস