বগুড়ায় মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল

Bagura Hortal

Bagura Hortalবগুড়ায় আগামিকাল থেকে ১৮ দলের স্থগিত করা ৩৬ ঘণ্টার হরতাল সকাল ৬টা থেকে শুরু হয়ে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম গত রবিবার থেকে এই ৩৬ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছিলে।

জানা যায়, ১৮ দলের জোটের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে। কিন্তু শনিবার থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করায় সেই হরতাল স্থগতি করা হয়েছিল। আবারও আগামিকাল থেকে এই হরতাল অব্যাহত থাকবে।

এদিকে, জেলা বিএনপির দপ্তর-সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি আবার বাড়ানোর পড়েও বগুড়ায় ৩৬ ঘণ্টার এই হরতাল চলবে।