দেশের তরুন সমাজের উদ্যোগে দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ার আহবান জানিয়েছেন গ্রীন এন্ড ক্লীন নামের একটি সামাজিক সংগঠন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দুর্নীতি মুক্ত দেশ গড়তে ছয়টি দাবি তুলেন ধরেন সংগঠনের আহবায়ক মোহাম্মদ মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক মোহাম্মদ মারুফ হোসেন বলেন, যেদিন বাংলাদেশর সংখ্যাগরিষ্ঠ তরুন একই প্লাটফর্মে সমবেত হবে। তরুনদের নেতৃত্বে সেদিনই কেবল বিশ্ববাসী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত নতুন রুপে দেখতে পাবে।
এসময় সংগঠনটির পক্ষ থেকে উথাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ধ্বংসাত্বক হরতাল-অবরোধ থেকে দেশকে রক্ষা করতে এই কর্মসুচির বিরোধী আইন ও মন্ত্রী- এমপিসহ সমাজের বিশেষ সুবিধা প্রাপ্তদের সম্পদ ও আয়ের বিবরণী প্রকাশের আইন প্রণয়ন করা।
এছাড়া এমপিদের শুল্কমুক্ত যানবাহন প্রাপ্তি বাতিল করা। দুদক আইনের বৈষম্যমুলক ধারা বাতিল করা এবং সরকারী প্লট ও ফ্লাট প্রাপ্তিতে জনসাধারণের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ভুমি রেজিস্ট্রেশন, জনপ্রশাসন কর্চারীদের নিয়োগ-বদলী ও দুর্নীতি রোধে কম্পিউটারাইজড ব্যবস্থা চালু করা।
জেইউ/