দিল্লী বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছে: শফিউল আলম প্রধান

shafuil_alam_prodhanদিল্লী বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। সোমবার বিকেলে জাগপার পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
শফিউল আলম প্রধান বলেন, স্বাধীনতা,ধর্ম ও ভোট-ভাত রক্ষার মহান সংগ্রামে ইতোমধ্যেই অগনিত মানুষ শাহাদাত বরণ করেছে। আপোষ চক্রান্তের বেড়াজালে সিকিম-ভুটানের মতো জাতি নিজেদের ভাগ্য মেনে নিতে পারে না। দিল্লী বাংলাদেশের রাজনীতিতেও যেভাবে নগ্ন হস্তক্ষেপ করা শুরু করেছে তা কোনওদিনই এ দেশের মানুষ মেনে নেবে না।
হাসিনা সরকারকে হিন্দুস্তানের সেবাদাস মন্তব্য করে তিনি বলেন, হিন্দুস্তানের সেবাদাস হাসিনা সরকারের পতন আসন্ন। আমাদের জাতীয় নেতৃবৃন্দসহ অসংখ্য স্বাধীনতাকামী যোদ্ধা কারাগারে মৃত্যুর প্রহর গুনছে। আজ বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিতে গণপ্রতিরোধের আওয়াজ। বিজয়ের মাসে স্বাধীন দেশের জনগণ পরাধীন সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

এমআর/