দিনাজপুরে অর্থনৈতিক অবস্থার বিপর্যয়

dinajpur

Dinajpur Economyদেশব্যাপী টানা ৭২ ঘন্টার অবরোধে দিনাজপুরের অর্থনৈতি চরম বির্পযয় ঘটেছে। ব্যাংকগুলোতে টাকার সংকট দেখা দিয়েছে। ব্যবসা বানিজ্যের চরম দুর্গতি। কৃষকরা পাচ্ছে না তাদের ফসলের ন্যয্য মুল্য। বেড়ে চলেছে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ।

গতকাল জনতা ব্যাংক দিনাজপর মেডিকেল কলেজ শাখার ম্যানেজারের সঙ্গে ব্যাংকের লেনদেন সর্ম্পকে জানতে চাওয়া হলে তিনি জানান, কেন্দ্রিয় ব্যাংক টাকা না সরবরাহ করলে আমি কোনো লেনদেন করতে পারব না। আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। তাই ব্যাংকের গেটে তালা মেরে রেখেছি। দিনাজপুর শেখপুরা শাখা সোনালী ব্যাংকেও কোনো লেনদেন হয় না।

অপরদিকে, ধান ও চাল ব্যবসায়ী রবিউল ইসলাম বাবু জানায়, অবরোধ ও হরতালের কারণে ব্যবসা ব্যানিজ্যর কার্যক্রম ভেঙ্গে পড়েছে । ব্যাংকে দিতে হচ্ছে ভুর্তিকি।

ধান ব্যাবসায়ী মামুন জানায়, দেশের যে পরিস্থিতি তাতে কোনো ব্যবসা বাণিজ্য নেই। কি হবে যে ধানগুলো ক্রয় করা হয়েছে। সেগুলো বিক্রয় করতে পারছি না কোনো পাটি নেই। দোকান পাটে নেই কোনো ক্রেতা, সকলেই হতাশায় ভুগছে।