
আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৫ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর। যাচাই বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৪ ডিসেম্বর।
নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না। প্রধান জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল সময় বাড়ানোর আবেদন জানালেও নির্বাচনী প্রস্তুতি নিতে সময় পেছানোর সুযোগ নেই বলে জানান সিইসি। তবে রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচনের পুনঃতফসিলের ইঙ্গিত দেন তিনি।