
আঠারো দলের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন আজ ঢাকাসহ সারাদেশে সংঘর্ষ আর ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
আজ ভোর থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল কিছুটা সীমিত রয়েছে। বাড্ডার নতুন বাজারে ককটেল বিস্ফোরণ করেছে ছাত্র শিবিরের মিছিল থেকে। সেখানে পুলিশ ফাঁকা গুলি করে।
সাভারে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। সোমবার সকাল ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের অদূরে রাজালাখ ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আজ ১০/১২ জন অবরোধকারী সড়কে দু’টি গাড়ি ভাংচুর করে। এসময় তারা পর পর ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়।
আগারগাঁওয়ে অবরোধকারীদের ছোড়া ককটেলে আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের গুলশানের বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। রাত সাড়ে এগারোটার দিকে বনানী আর্মি স্টেডিয়ামের সামনে প্রধান সড়কের কাছে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। সেখানে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব চলছে। এছাড়া রাত পৌনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসার পেছনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
ময়মনসিংহ ও বরিশালে তিনটি ট্রাকে আগুন দেয় আবরোধ সমর্থকরা, পাঁচটি যানবাহন ভাঙচুর করে এবং এতে আটক হয় তিনজন।
রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয় এতে পুলিশসহ আহত হয় ১০ জন এবং পুলিশের গাড়িতে আগুন দেয় অবরোধকারিরা। নওগাঁর রাণীনগর রেলস্টেশনের কাছে দাঙ্গাপাড়া এলাকায় ফিশপ্লেট খুলে ফেলায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।