বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে নিজ জেলা কুড়িগ্রামে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার সকাল ৬ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন ১৮ দলের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদসহ ১৮ দলের সকল নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
হরতালে রিকশা ও মটরসাইকেল ছাড়া সব প্রকার যান চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআর