রাজশাহীর ৬টি আসন লাঙ্গল প্রতীক পেলেন যারা

Rajshahi Attock

Rajshahi Tortureআসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। শুক্রবার এ তালিকা প্রকাশ করা হয়।

 

নির্বাচনে অংশ নেওয়ার জন্য লাঙ্গল প্রতীক পেলেন যারা- রাজশাহী- ১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে জাপায় সদ্য যোগ দেওয়া প্রকৌশলী শফিকুল ইসলাম। আর রাজশাহী-২ (সদর) আসনে দলের মনোনয়ন পেয়েছেন মহানগর জাতীয় পার্টির সাবেক সদস্যসচিব এসএম জোহা সরকার।

 

এছাড়া রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনে জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, রাজশাহী- ৪ (বাগমারা) আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা কামাল, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে আবুল হোসেন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে অ্যাডভোকেট ইকবাল হোসেন।

 

সূত্র জানা যায়, রাজশাহীর ছয় আসনে এবার মোট ১৮ প্রার্থী দলের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন। এরমধ্যে রাজশাহী-১ আসনে পাঁচজন, রাজশাহী-২ আসনে চারজন, রাজশাহী-৩ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু একাই দলের মনোনয়ন কেনেন। এছাড়া রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে দুইজন এবং রাজশাহী-৬ আসনে পাঁচজন।

এআর