রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

Rajshahi Attock

Rajshahi Trainরাজশাহীতে ১৮ দলের জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ চলাকালীন গতকাল গভীর রাতে ট্রেনের লাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। আর এতে করে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানা যায়।

জানা যায়, ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত একটা পাঁচ মিনিটে রাজশাহী স্টেশন ছেড়ে আসে। রাত পৌনে দুইটার দিকে ট্রেনটি নন্দনগাছী ও সারদা স্টেশনের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ট্রেনটির ইঞ্জিন ও পাঁচটি বগি রেল লাইনের পাশে পড়ে লাইনচ্যুত হয়ে যায়।