
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রায় তিন মণ ভারতীয় গাঁজাসহ একটি ট্রাককে আটক করেছে স্থানীয় শশীদল-সালদানদী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা। শুক্রবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকা থেকে গাঁজাবাহী ওই ট্রাকটিকে আটক করে তারা।
বিজিবি সূত্র জানায়, সালদানদী ক্যাম্পের হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা শুক্রবার রাতে নয়নপুর বাজার এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে সাতটার সময় একটি ট্রাককে (নং কুমিল্লা-ন-১১-০২০৫) আটক করে। এসময় চোরাকারবারীরা ট্রাকভর্তি ওই গাঁজা পাচারের প্রস্তুতি নিচ্ছিল। বিজিবি সদস্যদের আগমন টের পেয়ে চোরাকারবারীরা গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় বলে বিজিবি সদস্যরা জানান। এ সময় ওই ট্রাক থেকে ১০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।