
১৮ দলের চলমান ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির সমর্থনে ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ফরিদপুরের মধুখালীতে সমাবেশ করেছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় মধুখালী রেলগেট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর।
তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল স্থগিত না করা পর্যন্ত অবরোধ হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশ অচল করে রাখা হবে। তিনি বিএনপির কেন্দ্রিয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীসহ কেন্দ্রিয় বিএনপি নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, গোলাম মনসুর নান্নু, শহিদুল ইসলাম, রাজিব হাসান চৌধুরী প্রমুখ।
এআর