
গত ২৯ নভম্বের ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার হলে ‘উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সৃজনশীল প্রশ্ন তৈরির উপর দিনব্যাপী কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্বনামধন্য কলেজের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ড: এম. খাদেমুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকগণের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম। তিনি মেধা বিকাশের লক্ষ্যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, যেখানে সরকারীভাবে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা অপ্রতুল সেখানে এধরনের কর্মশালা অবশ্যই জাতীয় পর্যায়ে বিশেষভাবে অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান রেজাকুল হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি’র সদস্য মোহাম্মদ আলী আজম ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাফায়েত আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব। ভিসি তার বক্তব্যে বলেন, গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে সর্বক্ষেত্রে সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।
ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আরিফুর রহমান জানান, পরবর্তীতে এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। ( প্রেস বিজ্ঞপ্তি )
এসইউ