শিবচরে জমি সংক্রান্ত বিরোধে নারী-পুরুষসহ আহত- ১০

madaripur

madaripurশনিবার সকালে মাদারীপুরের শিবচর উমেদপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষে মা-ছেলে, স্বামী-স্ত্রীরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত বাশার হাওলাদার (৫০), বাবুল হাওলাদার (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩২) অপর পক্ষের আলেকজান বেগম (৫০), বাদশা মিয়া (২৫), রাবিদা আক্তারকে (১৩) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আল-মাহমুদ বলেন, আহতদের মধ্যে আলেকজান বেগমের অবস্থা আশংকাজনক। তাই তাতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা শংকামুক্ত।

এলাকাবাসি জানায়, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে ফারুক হাওলাদার ও বাশার হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। বিরোধের জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে তুমুল সংর্ঘষ বাধে।

এসইউ