
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে কুড়িগ্রামে ১৮ দল রোববার সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে।
শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা হরতালের এ কর্মসূচী ঘোষণা করেন। এ সময় বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ঘোষ পাড়ায় সমাবেশে মিলিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা সম্পাদক সাইফুর রহমান রানা, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব আব্দুল আজিজ, সফিকুল ইসলাম বেবু, সিনিয়ৱ যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর মেয়র নুর ইসলাম নুরু দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা জামায়াতের সূরা সদস্য নিজাম উদ্দিন, এ্যাডভোকেট ইয়াছিন আলী, থানা বিএনপির সম্পাদক জহুরুল আলম প্রমূখ।
বক্তারা রুহুল কবীর রিজভীসহ ১৮ দলের আটক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানান।