ফরমান আর চৌধুরী এস আই বি-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান

shahajalal_i_b-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন  ফরমান আর চৌধুরী। তিনি ১ ডিসেম্বর ২০১৩ থেকে অফিস কার্যক্রম শুরু করবেন। এর পূর্বে তিনি ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

চৌধুরী আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনিং হিসেবে অক্টোবর ১৯৮৬ সালে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন এবং উক্ত ব্যাংকে দীর্ঘ ১২ বছর যাবৎ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ১৯৯৯ সালের জুলাই মাসে ওয়ান ব্যাংক লিমিটেডে প্রথম শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২০১৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন যার মধ্যে তিনি ৬ বছর যাবৎ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ব্যাংকিং অপারেশন বিশেষ করে ক্রেডিট এবং মার্কেটিং কার্যক্রমে তাঁর রয়েছে অপার অভিজ্ঞতা। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং অর্থ সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।

ফরমান আর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী লাভ করেছেন।   ( প্রেস বিজ্ঞপ্তি )

এসইউ