
দশম জাতীয় সংসদের তফসিল স্থগিত ও ১৮ দলের নেতা নেতাকর্মীর মুক্তির দাবিতে দেশব্যাপী ৭২ ঘণ্টা অবরোধ ও দিনাজপুরে ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের সভা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রোববার জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
রোববার সকালে ঝটিকা মিছিল, পিকেটিং করেছে বিএনপিসহ জোটের নেতৃবৃন্দ। অবরোধ সফল করার লক্ষ্যে শহরের পাঁচটি প্রবেশ পথ দখলে নিয়ে অবরোধকারীরা উপজেলাগুলোর সাথে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। অবরোধের কারণে দিনাজপুর থেকে কোনও ট্রেন চলাচল করেনি।
১৮ দলীয় জোটের শরিক দল জাগপা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, সাধারন সম্পাদক মুকুর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকারম হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি দিনাজপুর জেলা কমিটির সভাপতি রকিব উদ্দিন চৌধুরী মুন্না, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দসহ জোট নেতৃবৃন্দ।