দিনাজপুরে আগামিকাল বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

dinajpur

Dinajpur Hortalদিনাজপুরে রোববার সকাল-সন্ধ্যা হরতলের ডাক দিয়েছে জেলা বিএনপি। আগামিকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দিয়েছে তারা।

জানা যায়, এর আগে বৃহস্পতিবার অবরোধ চলাকালীন সময়ে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে ১৮ দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। তবে আজ সকাল থেকে দিনাজপুরে গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ অবরোধ সমর্থনকারীরা দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, চিরিরবন্দর উপজেলার রানীবন্দর বাজার মহাসড়ক ও বীরগঞ্জ উপজেলা সদর মহাসড়ক অবরোধ করে। এতে রাজধানী ঢাকা সহ সারা দেশের সঙ্গে দিনাজপুরের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এ সময় চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।