জামিন না মঞ্জুর করে রিজভীকে কারাগারে পাঠালেন আদালত

Rijbi

Rijbiজামিন না মঞ্জুর করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠালেন আদালত। রিজভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর মূখ্য হাকিম  আদালত।

ডিবি পুলিশ রিজভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে রিমান্ড শুনানী স্থগিত করে কারাগারে পাঠানোর নির্দেশ ও ৪ ডিসেম্বর আবারও এ মামলার শুনানির তারিখ দিয়েছেন ঢাকা মহানগর মূখ্য হাকিম এস এম আশিকুর রহমানের আদালত।

আদালতে রিজভীর পক্ষে এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া ও রাষ্ট্রপক্ষে মিরাশ উদ্দিন উপস্থিত ছিলেন।

২৮ নভেম্বর বৃহস্পতিবার ১৮ দলের অবরোধ চলাকালে রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায়  হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে শাহবাগ থানার মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানার সহকারি পরিদর্শক (এসআই) সোহেল রানা এ মামলা করেন। মামলা নম্বর -৫৮/তাং-২৮/১১/২০১৩। এই মামলায়  রিজভীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছিল ডিবি পুলিশের সদস্য এম এ জলিল।

এমআর/