চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে তল্লাশি চালিয়ে ৪০০ রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি শেখ আতিক আহমেদ ।
ওসি শেখ আতিক আহমেদ অর্থসূচক বলেন, অটোরিক্সায় তল্লাশি চালিয়ে তিন’শ রাউন্ড পয়েন্ট টু টু বোরের ছোট গুলি ও ১০০ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া গেছে। শনিবার থেকে ডাকা অবরোধে নাশকতা করার উদ্যেশ্যে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে । তবে অন্য কোনও কারন আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।