
রেল লাইন থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়ায় প্রায় দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামে পাহাড়তলী একে খান এলাকায় গাছের গুড়ি ফেলে রেলপথ অবরোধ করে অবরোধ সমর্থকরা। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ।
এসময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছে।