
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এদেশে যতদিন তাজুলরা থাকবে ততদিন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রকে হত্যা করতে পারবে না।
দুপুরে আওয়ামী লীগের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ দেশ কোনও বিদেশের প্রেসক্রিপশনে চলবে না। গণতান্ত্রিকভাবে এদেশ এগিয়ে যাবে।
বিরোধী দলকে উদ্দেশ্য করে নানক বলেন, হরতাল অবরোধ দিয়ে দেশের মানুষের যে গাড়ি ভাংচুর করেন এদেশের মানুষ যদি ফুলে ফেঁপে উঠে তবে আপনারা পালাবার পথ পাবেন না। কিছু হায়েনার ছোবলে দেশকে এখন ক্ষতবিক্ষত করা হচ্ছে। তাদের ছোবলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
তিনি বলেন, ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে পরিস্থতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
বিরোধী দলীয় নেত্রী জামায়াত শিবিরের সাথে হাত মিলিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ।
এমআইকে