আবার কুড়ি বছর পর

 

madonna-sean-penn-467
বিয়ের কয়েক দিন পরে ম্যাডোনা ও সিন পেন

ম্যাডোনা লুইজ চিকোন অনেকগুলো  গানের জন্য বিখ্যাত হয়েছেন। আলোচিত হয়েছেন একজন ফ্যাশন ডিজাইনার হিসেবেও। আইকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে মিলে  বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন।

 

আবার সিনেমা পরিচালনা করেও আলোচনায় এসেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের অনেক বিষয় নিয়েও শিরোনাম হয়েছেন তিনি।

বয়স এখন তার ৫০ পেরিয়েছে। এই বয়সে এসে আবারও আলোচনায় আসলেন তিনি। এবারও ব্যক্তিগত বিষয় নিয়েই।

২০ বছর আগে ডিভোর্স দেওয়া স্বামীর পাশাপাশি হলেন ম্যাডোনা। সম্প্রতি হাইতির একটি ত্রান সংস্থার এক অনুষ্ঠানে পাশাপাশি হলেন সাবেক স্বামী সিন পেনের পাশাপাশি হলেন তিনি। এ সময় তাদের ছেলে গাই রিটেচিও তাদের সাথে ছিলেন।